Notice

23

Jan 25

TEACHERZi App এর অনলাইন এক্সাম (ONLINE EXAM) সম্পর্কিত তথ্যাবলী

TEACHERZi  App এর অনলাইন এক্সাম  (ONLINE   EXAM)  কাদের কথা ভেবে  তৈরি করা হয়েছে

আমাদের এই App এর ONLINE   EXAM এর সিস্টেমটি - মেধাবী , মাঝারি , পিছিয়ে পড়া , পড়াশোনা বিমুখ সব ধরনের  ছাত্রছাত্রীদের কথা ভেবে  তৈরি করা হয়েছে |

অনলাইন এক্সামের (ONLINE   EXAM)  প্রকৃত উদ্দেশ্য কি ?

সময়ের সাপেক্ষে পড়াশোনার বিভিন্ন তারতম্য  ঘটে এবং যুগের সাথে প্রযুক্তিগত অগ্রগতি ঘটে, সব কথা মাথায় রেখে , পড়াশুনাকে গুরুত্ব  সহকারে ছাত্রছাত্রীদের  কাছে  উপযোগী করতে আমরা সদা সচেষ্ট |  ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা কেন্দ্রিক করার জন্য এবং পরীক্ষার পূর্বে ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করানোটাই অনলাইন এক্সামের (ONLINE   EXAM)  প্রকৃত উদ্দেশ্য |

TEACHERZi  App- এর অনলাইন এক্সাম  (ONLINE   EXAM) কিভাবে  ভবিষ্যত  দূরদর্শিতার পথকে প্রশস্ত করে?

বর্তমানে , এই ডিজিটাল যুগে আমরা জানি  সবকিছুই ONLINE  ভিত্তিক এবং ৯৯% চাকরির যেকোনো পরীক্ষা অনলাইন সিস্টেমের উপর নির্ভরশীল তাই সুদূর ভবিষ্যতের কথা ভেবে স্কুল লেভেল থেকে ছাত্রছাত্রীদেরকে এই ডিজিটাল অনলাইন সিস্টেমের জন্য স্বাবলম্বী করতে আমরা  অঙ্গীকার বদ্ধ | আপনার সন্তান আগামী দিনে ভালো পড়াশুনা করে একটি ভালো CAREER BUILDING এর পাশাপাশি  , ভালো  সমাজ গড়বে এটাই  আমাদের লক্ষ্য।

TEACHERZi - অনলাইন এক্সাম  (ONLINE   EXAM) ছাত্র-ছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ?

  • আমাদের এই APPS এর মাধ্যমে  EXAM গুলি দেয়ার পর আপনার ছেলে ও মেয়ে অনলাইন এক্সাম সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবে |
  • এই এক্সাম  প্রতিমাসে দিলে Students এর  পাঠ্য বইয়ের সকল সিলেবাস টাইম মতো কমপ্লিট হয়ে যাবে |
  • অভিভাবক ও আমাদের চোখের সামনে ছাত্রছাত্রীদের  পড়াশোনার গতিবিধি খুব সহজে প্রকাশ পাবে। আর তা দেখে আগামী দিনে সকল অভিভাবক তার সন্তানের পড়াশোনার ত্রুটিপূর্ণ দিকগুলি বিচার করে সঠিক যত্ন নিতে পারবে | 

TEACHERZi   অনলাইন এক্সামের  (ONLINE   EXAM)   নিয়মাবলী :

  •  এই এক্সামটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে। 
  • সমস্ত অ্যান্ড্রয়েড ফোন , ল্যাপটপ ও কম্পিউটার থেকে এক্সামটা দেওয়া যাবে  |
  • কন্ট্রোল প্যানেল থেকে ক্যামেরা দ্বারা এক্সামটি নজরদারি করা হবে |
  • পরীক্ষা চলাকালীন কারো পরীক্ষার নিয়মাবলী বহির্ভূত কোন  কর্মকাণ্ড  দেখলে তাকে এক্সাম থেকে বহিষ্কার করা হতে পারে | 
  • এক্সামটি দেওয়ার সময় সমস্ত প্রশ্ন ভালো করে দেখে , জেনে ,বুঝে তারপর উত্তর দিতে হবে |
  • ছাত্র-ছাত্রীরা পরে উত্তর দেবার জন্য প্রশ্ন মার্ক করে রাখতে পারবে |
  • এক্সাম START করে  সমস্ত উত্তর সম্পন্ন হওয়ার আগে ফিনিশ  করবে না |  যদি কোন ছাত্রছাত্রী তার সমস্ত উত্তর  সম্পন্ন হবার আগেই ফিনিশ করে ,  তাহলে সম্পূর্ণ এক্সামের থেকে বেরিয়ে যাবে আর এক্সাম দিতে পারবে না। 
  • এক্সাম দেওয়ার আগে অবশ্যই ডেমো এক্সামটি দিয়ে চেক করে নেবে নিজেকে।
  • পরীক্ষার নির্ধারিত প্রবেশ মূল্য ২৫ টাকা যা অনলাইনে পেমেন্ট করতে হবে | 
  • প্রতি মাসের শেষ রবিবার পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষাগুলির প্রারম্ভিক  সময় দুপুর ১ টা  থেকে  দুপুর ২ টা ৩০ মিনিট  পর্যন্ত অথবা পরীক্ষাগুলির নির্ধারিত ভিন্ন নম্বর এর ওপর ভিত্তি করে পরীক্ষার সময় নির্ধারণ করা থাকবে |
  • প্রত্যেকটি ক্লাসের ছাত্র-ছাত্রী তাদের নিজস্ব শ্রেণীর, পরীক্ষার সিলেবাস আমাদের APPS এর নোটিশ বোর্ডে এ লক্ষ্য করলেই জানতে পারবে | 

TEACHERZi   অনলাইন এক্সাম  (ONLINE   EXAM) কেন স্মার্ট পড়াশোনার ম্যাজিক চাবিকাঠি  ? 

  • ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনায় তীক্ষ্ণ মনোযোগী করতে , পড়াশোনার পাশাপাশি  থাকছে প্রতিমাসে বিষয়ভিত্তিক Mock Test ,  সঙ্গে  Rank prize Money  ও  স্কলারশিপ জেতার সুযোগ | ।যেকোনো কম্পিটিটিভ Exam এর Mock Test  দেয়ার পাশাপাশি থাকছে আকর্ষণীয় Rank Prize  জেতার সুযোগ ।
  • প্রতিটি এক্সামে পাস মার্কস থাকছে TOTAL  নম্বরের ৮০%  | অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষা থাকলে অবশ্যই কোন ছাত্র-ছাত্রীকে ৮০ পেতে হবে | 

আকর্ষণীয় Rank Prize Money  

  1. ফার্স্ট প্রাইজ (FIRST PRIZE ) -  ৫০০  টাকা
  2. সেকেন্ড প্রাইজ ( SECOND PRIZE )  - ২০০ টাকা
  3. থার্ড প্রাইজ ( THIRD PRIZE ) - ১০০  টাকা
  4. ফোর্থ প্রাইজ (FOURTH PRIZE ) - ৫০ টাকা
  5.  ফিফ্থ প্রাইজ (FIFTH PRIZE ) -৫০ টাকা

একের অধিক RANK হলে PRIZE MONEY  সমানভাবে বন্টিত হবে |